নয়াদিল্লি: বুদ্ধগয়া মন্দিরের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআইএসএফ-র হাতে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আবেদন মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জুলাই মাসের প্রথম দিকেই ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে বিহারের এই বৌদ্ধ তীর্থস্থান। তারপরই মন্দিরের নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর জন্য তদ্বির শুরু করেন মুখ্যমন্ত্রী নীতিশ।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর