ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিডনিতে দৃষ্টিপ্রতিবন্ধী নারী লাঞ্ছনার অভিযোগে বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, আগস্ট ১, ২০১৩
সিডনিতে দৃষ্টিপ্রতিবন্ধী নারী লাঞ্ছনার অভিযোগে বাংলাদেশি আটক

ঢাকা: সিডনির একটি ট্রেনে যাত্রার সময় এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসরত এক বাংলাদেশির উপর। বর্তমানে তিনি সিডনির এটি কারাগারে আটক রয়েছেন।



২৩ বছর বয়সী ওই নারী পুলিশকে জানিয়েছেন, গত ১৭ জুলাই অ্যাশফিল্ড স্টেশনে একটি লিফটের মধ্যে তিনি তার শরীরে হাতের স্পর্শ পান। পরবর্তীতে ট্রেনের মধ্যে জান্নালি ও সুদারল্যান্ড স্টেশনের মাঝামাঝি এক জায়গায় আবারও একই ঘটনা ঘটে।

ভ্রমণের পুরোটা সময়েই দৃষ্টিপ্রতিবন্ধী এ নারীকে অনুসরণ করেন আক্রমণকারী ওই ব্যক্তি।

গত শনিবার পুলিশ একটি সিসিটিভি ফুটেজে দেখতে পায় এক ব্যক্তি ওই নারীকে অনুসরণ করছে। পুলিশ ধারণা করছে, সিসিটিভি ফুটেজ এ ঘটনার তদন্তে সাহায্য করবে।

আদালতের শুনানিতে জানা যায়, অভিযুক্ত ২৫ বছর বয়সী ওই বাংলাদেশি এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া আসেন।

অভিযুক্ত ওই বাংলাদেশির জামিন আবেদন নাকচ করে দেয় আদালত।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।