ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের রায় আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রকাশিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন, যুক্তরাজ্যভিত্তিক বিবিসি, কাতারভিত্তিক আল-জাজিরা, পাকিস্তানের দ্য ডনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে খবরটি।
সিএনএন অনলাইনের প্রচ্ছদ পাতায় সর্বশেষ সংবাদ ক্যাটাগরির প্রথম সংবাদটি হচ্ছে, ‘বাংলাদেশের উচ্চ আদালত বৃহত্তম ইসলামী দলকে অবৈধ ঘোষণা করল’।
সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের এ রায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখবর। তবে এ রায়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।
প্রতিবেদনটি আরও বলা হয়, সম্প্রতি প্রগতিশীল গোষ্ঠীগুলো থেকে ১৯৭০ এর দশকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনালে অভিযুক্তদের অধিকাংশ জামায়াতের শীর্ষ নেতা।
বিবিসি অনলাইনের সর্বশেষ সংবাদে একলাইনে দেয়া হয়ে এ সংক্রান্ত খবরটি। সংবাদ মাধ্যমটির শিরোনাম ‘বাংলাদেশের প্রধান ইসলামী দলের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ’।
আল-জাজিরার অনলাইন সংস্করণের প্রচ্ছদ পাতার শীর্ষ সংবাদটি জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত। সংবাদটির শিরোনাম, ‘জামায়াতকে অবৈধ ঘোষণা করল বাংলাদেশের আদালত’।
আল-জাজিরার সংবাদ সূচনায় বলা হয়েছে, ‘বাংলাদেশের উচ্চ আদালত দেশের প্রধান ইসলামী দল জামায়াতে-ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছে। আর এর মাধ্যমে জানুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনে দলটির অংশগ্রহণকে নিষিদ্ধ করা হলো।
এরপরেই বলা হয়েছে, জামায়াতের গঠনতন্ত্রে সংবিধান লঙ্ঘন করার অভিযোগ এনে দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে রাজধানী ঢাকার ওই আদালত বৃহস্পতিবার এ রায় দেয়।
রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা জোরদার করা হয় বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনটিতে।
পাকিস্তানের ডন অলনাইনের প্রচ্ছদ ও বিশ্ব বিভাগের প্রধান সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে, জামায়াতকে অবৈধ ঘোষণা করল বাংলাদেশ।
আল-জাজিরার মতো ডনও জামায়াতকে বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল হিসেবে উল্লেখ করেছে।
এছাড়াও চীনের সংবাদ সংস্থা সিনহুয়া, ফ্রান্সের এএফপিসহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com