নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির বৈঠক হয়েছে মুম্বাইয়ে ।
বুধবার বিকেল পাঁচটায় মুম্বাইয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পশ্চিমবঙ্গের শিল্পসম্মেলন নিয়ে আলোচনা হয়।
এদিকে, রাজ্যের কোন কোন জায়গায় শিল্পের জন্য জমি আছে তার একটি হিসেব দিতে ল্যান্ডব্যাঙ্কের কাগজপত্র মুখ্যমন্ত্রী বৈঠকে তুলে ধরেছেন। পাশাপাশি দেশ-বিদেশের ৬৫টি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ তালিকায় রয়েছে সাইরাস মিস্ত্রি, বাবা কল্যাণীসহ ৯০ জন শিল্পপতির নাম।
বৈঠকে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, মধুর বাজাজ, সজ্জন জিন্দল, আদি গোদরেজের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গ থেকে সাড়া পাওয়া গেছে সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া এবং এপিজে গোষ্ঠীর কর্ণধারের কাছ থেকে।
অবশ্য বৈঠকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসড়র শাহরুখ খান উপস্থিত ছিলেন না । উপস্থিত ছিলেন না অমিতাভ বচ্চনও ।
শিল্প বিশ্লেষকদের ধারণা, ইতিবাচক বার্তা এবং পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখাই হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের সফল বিপণন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৩
এসপি/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস