ঢাকা: রোববার বেশ কয়েকটি দেশে অবস্থিত দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঘোষণার আওতায় থাকা দূতাবাস ও কনস্যুলেটগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্যে অবস্থিত বলে জানা গেছে।
অজ্ঞাত উৎস থেকে পাওয়া হুমকির পরিপ্রেক্ষিতে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্কিন কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন নারী মুখপাত্র জানান, যেসব দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট রোববারও খোলা থাকে তাদের জন্যই এ নির্দেশনা। এমনকি এই বন্ধের সময়সীমা বর্ধিতও হতে পারে বলে জানান তিনি।
বিশ্বের অন্যান্য অংশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যালয়গুলো রোববার বন্ধ থাকলেও, অধিকাংশ মুসলিম বিশ্বে রোববার ‘ওয়ার্কিং ডে’ বিধায় সে সব দেশে ওই দিন কূটনৈতিক কার্যালয় খোলা রাখে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ সংবাদমাধ্যম জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের এ ঘোষণার আওতায় বাহরাইন, ইসরায়েল, জর্দান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান এবং বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও কনস্যুলেটগুলো বন্ধ থাকবে।
সম্প্রতি লিবিয়ার বেনগাজি শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আক্রমণ চালিয়ে রাষ্ট্রদূতসহ চার মার্কিন কূটনীতিককে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত নিজেদের কূটনৈতিক কার্যালয়গুলোর নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করে আসছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর