ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অবৈধ ঘোষণাকে অসাংবিধানিক বলছে পাকিস্তান জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, আগস্ট ২, ২০১৩
অবৈধ ঘোষণাকে অসাংবিধানিক বলছে পাকিস্তান জামায়াত

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের দেওয়া রায়কে ‘অসাংবিধানিক ও পক্ষপাতদুষ্ট’ বলছে পাকিস্তান জামায়াত।

শুক্রবার জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সৈয়দ মুনাওয়ার হাসান এক বিবৃতিতে আদালতের রায়ের নিন্দা জানিয়ে এ আখ্যা দেন।



বিবৃতিতে পাক জামায়াতের আমির সৈয়দ মুনাওয়ার দাবি করেন, ‘শত্রুদের বিদ্বেষের লক্ষ্যবস্তু জামায়াতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গৃহযুদ্ধের জন্য প্রথমে জামায়াতকে টার্গেট করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আর এখন তাদেরই পদাঙ্ক অনুসরণ করছে হাইকোর্ট। ’

বিবৃতিতে তিনি আরও দাবি করেন, ‘ভারতের নির্দেশে হাসিনা ওয়াজেদ (শেখ হাসিনা) জামায়াতকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বাস্তবায়ন করছেন এবং দলটিকে ধ্বংস করার চেষ্টা করছেন, কিন্তু জনগণ ‍হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে এবং জামায়াতকে সমর্থন দিয়ে যাচ্ছে। ’

প্রত্যেক দিন লাখো মানুষ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে বলেও দাবি করেন এই পাক জামায়াত নেতা।

উল্লেখ্য, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে একটি রিট আবেদন করেন।

বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল-হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর (লার্জার) বেঞ্চ জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।