ঢাকা: ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শনিবার রাজধানী জাকার্তার ২ হাজার কিলোমিটার পূর্বের পালাউ দ্বীপের রোকাটেন্ডা পর্বতমালায় অবস্থিত আগ্নেয়গিরি থেকে এ অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়।
অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাই নিকটস্থ সমুদ্রতীরবর্তী এলাকায় ছড়িয়ে পড়লে দুই শিশু সহ ৫ জনের মৃত্যু হয় বলে জানান কর্মকর্তারা।
পালাউ দ্বীপ ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেনগারা প্রদেশে অবস্থিত। সেখানে প্রায় ৭ হাজার লোক বসবাস করে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর