ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টা বাস ধর্মঘট ডাক

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, আগস্ট ১১, ২০১৩

কলকাতা : বাস ভাড়া বাড়ানোর দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে চলতি মাসের ১৯ ও ২০ তারিখ বাস ধর্মঘটের ডাক দিল রাজ্যের বৃহত্তম বাস সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।

রোববার নিজেদের মধ্যে বৈঠক করার পর সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকার ভাড়া না বাড়ার প্রতিবাদেই রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি নিয়ে নির্দিষ্ট আশ্বাস না-পেলে ধর্মঘটের পথ থেকে সরবেন না বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।

সংগঠনের দাবি, ওই ধর্মঘটে কমপক্ষে ৩৭ হাজার বাস বন্ধ থাকবে।
    
ভাড়া বৃদ্ধির দাবিতে অনেকদিন থেকেই সোচ্চার বাস সংগঠনগুলি। পঞ্চায়েত ভোটের আগে তাদের এই প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে। তবে ভোট শেষ হলেই সরকার ভাড়া বাড়ানোর বিষয়ে আগ্রহী হবে এমন আশায় এতোদিন ধর্মঘটের পথে হাঁটেনি সংগঠনগুলো।

কিন্তু পঞ্চায়েত ভোট মেটার পর পরিবহন মন্ত্রী জানান, এই মুহূর্তে সরকারের পক্ষে ভাড়া বাড়ানো সম্ভব নয়। আর মন্ত্রীর এই ঘোষণার পরই বাস সংগঠনের নেতারা ধর্মঘটে যাওয়ার কথা ঘোষণা করেন।
    
সংগঠনের পক্ষ থেকে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বাধ্য হয়েই আমাদের ধর্মঘটে যেতে হচ্ছে। অন্যান্য সংগঠনকেও এই ধর্মঘটে সামিল হতে অনুরোধ জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৩
এসপি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।