ঢাকা: ইরাকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের দিনে হামলায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে শনিবারে ঈদের দিনে গুলি ও বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়।
স্থানীয় সময় শনিবার বিকেলে বাগদাদের অন্তত সাতটি আলাদা ক্যাফে, রেস্টুরেন্ট ও বাজার এলাকায় পর পর ১১টি বোমার বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বাগদাদের দক্ষিণ-পূর্ব জিসার দিয়ালা শহরতলীর গাড়িবোমা হামলায় নিহত হয় ৭ জন ও আহত হয় ২০ জন।
বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতো শহরের ব্যস্ত রাস্তায় আরেকটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হন ১০ জন। এতে আহত হন আরও ৪৫ জন।
রাজধানী বাগদাদের দক্ষিণে কারবালা ও নাসিরিয়া শহরে দুটি বিস্ফোরণ ঘটে। আরেকটি বিস্ফোরণ ঘটে উত্তরের শহর কিরকুকের একটি শিয়া মসজিদের কাছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, পবিত্র ঈদের দিনে যারা এই হামলা চালিয়েছে তারা ইরাক, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শত্রু।
এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই হামলার জন্য জঙ্গী সংগঠন আল-কায়েদাকে দায়ী করে।
কয়েক বছরের মধ্যে ইরাকে এই রমজান মাসে হামলায় সবচেয়ে বেশি লোক (৬৭০) নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর