ঢাকা: বিজ্ঞানীরা বিখ্যাত চিত্রকর লেওনার্দো দ্য ভিঞ্চির আকাঁ মোনালিসার মডেলের খোঁজে নেমেছেন। এজন্য তারা ইতালির ফ্লোরেন্স শহরে একটি সমাধিক্ষেত্র খুঁড়ে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন।
ওই সমাধিক্ষেত্রটি সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা ঘেরারদিনি পরিবারের। লিসা ঘেরারদিনিই ভিঞ্চির আঁকা ছবির মডেল ছিলেন বলে জানা অনুমান করা হচ্ছে। ১৫৪২ সালে লিসা ঘিরারদিনি মারা যান।
বিবিসি অনলাইন জানায়, গত বছর ওই সমাধিক্ষেত্রটির কাছাকাছি এলাকা থেকে তিনটি কঙ্কাল উদ্ধার করা হয়। ওই কঙ্কালগুলোর সঙ্গে সর্বশেষ তোলা কঙ্কালের ডিএনএ মেলালে মোনালিসাকে শনাক্ত করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিশেজ্ঞরা যুগের পর যুগ মোনালিসা ছবির এবং তার ভুবনজয়ী মায়াবি হাসির মডেল অনুসন্ধান করে যাচ্ছেন।
লেওনার্দো দ্য ভিঞ্চি মোনালিসা আঁকার কাজ শেষ করতে ১৫ বছর সময় নিয়েছিলেন। ১৫১৯ সাল পর্যন্ত ভিঞ্চি মারা যাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গেই রেখেছিলেন বিখ্যাত এই চিত্রকর্মিটি। এটিই পরবর্তীতে সর্বকালের সবশ্রেষ্ঠ চিত্রকর্ম বলে বিবেচিত হয়।
ভিঞ্চির মৃত্যুর পর চিত্রকর্মটি ফ্রান্সের প্রথম রাজা ফ্রান্সিসের দখলে ছিল দীর্ঘদিন। ফ্রান্সিস ১৫১৫-১৫৪৭ সাল পর্যন্ত ফ্রান্স শাসন করেন।
তারপর আঠার শতকের পর থেকে স্থায়ীভাবে প্যারিসের ল্যুভর জাদুঘরে প্রদর্শনীর জন্য চিত্রকর্মটি রাখা। বর্তমানে মোনালিসার চিত্রকর্মটি ল্যুভরেই সংরক্ষিত আছে।
মাঝখানে ১৯১১ সালে মোনালিসার ছবিটি চুরি হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনবছর পর ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর