ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্তত তিনটি সন্তান নেওয়ার আহ্বান এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, আগস্ট ১১, ২০১৩
অন্তত তিনটি সন্তান নেওয়ার আহ্বান এরদোগানের

ঢাকা: তুরস্কে জনসংখ্যা বাড়াতে নারীদেরকে অন্তত তিনটি করে সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান

এর আগে তিনি গর্ভপাত বন্ধের জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। নারীবাদীরা তার এসব বক্তব্যের কঠোর সমালোচনা করেছে।

 বিশ্বের অনেক দেশেই এখন জনসংখ্যা বৃদ্ধির হার ব্যাপকভাবে কমে গেছে। সন্তান নেয়ার ব্যাপারে অনেক নারীই আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ওই সব দেশের জনসংখ্যা না বেড়ে শুধুই কমতে থাকবে বলে আশংকা করা হচ্ছে।

এ ধরনের সমস্যার সম্মুখীন দেশগুলো এখন বেশি বেশি সন্তান নেয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানাচ্ছে। এদের মধ্যে তুরস্ক অন্যতম।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।