ঢাকা শহরের পথে ঘাটে মাঝে মাঝে দেখা যায় কিছু বই বিক্রি হচ্ছে। বই বিক্রেতা মাইক বাজিয়ে বই বিক্রি করছেন।
কারণ ব্রাজিলের এক যুবক সত্যি সত্যিই মানুষ থেকে কুকুর রুপ ধারণ করেছেন।
কুকুরের চেহারার প্রতি অসম্ভব ভালোবাসা থেকে অপরেশন করে নিজেকে মানুষ-কুকুরে পরিণত করলেন ব্রাজিলের এই যুবক। খামখেয়ালিপনার বিশ্বে অন্য নজির সৃষ্টি করলেন তিনি।
ব্রাজিলের এই যুবক কত টাকার বিনিময়ে নিজের মুখের উপর কুকুরের মুখ ট্র্যান্সপ্লান্ট করাতে ডাক্তারদের রাজি করিয়েছেন সে কথা এখনও অজানা।
একটি মৃত কুকুরের সংরক্ষিত মুখের কান, নাক, ঠোঁট, ভ্রূ প্লাস্টিক সার্জারি করে ট্র্যান্সপ্লান্ট করা হয়েছে যুবকটির মুখমণ্ডলে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ১১ আগস্ট ২০১৩
সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন