ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মানুষ থেকে কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, আগস্ট ১১, ২০১৩
মানুষ থেকে কুকুর!

ঢাকা শহরের পথে ঘাটে মাঝে মাঝে দেখা যায় কিছু বই বিক্রি হচ্ছে। বই বিক্রেতা মাইক বাজিয়ে বই বিক্রি করছেন।

মাইকে বিক্রেতা বলতে থাকেন...এই বই পড়লে জানতে পারবেন কোন দেশে এক মানুষের দশ হাত, এই বই পড়লে জানতে পারবেন কিভাবে একজন নারী মানুষ থেকে সাপ হয়েছে। এরকম চটকদার খবরের বই পাওয়া যায় বাজারে। যারা এসব বই উল্টে পাল্টে দেখেছন তারা হতাশ হয়েছেন বার বার। তবে এবার হতাশ হবেন না কিন্তু এই খবর পড়ে।

কারণ ব্রাজিলের এক যুবক সত্যি সত্যিই মানুষ থেকে কুকুর রুপ ধারণ করেছেন।

কুকুরের চেহারার প্রতি অসম্ভব ভালোবাসা থেকে অপরেশন করে নিজেকে মানুষ-কুকুরে পরিণত করলেন ব্রাজিলের এই যুবক। খামখেয়ালিপনার বিশ্বে অন্য নজির সৃষ্টি করলেন তিনি।

ব্রাজিলের এই যুবক কত টাকার বিনিময়ে নিজের মুখের উপর কুকুরের মুখ ট্র্যান্সপ্লান্ট করাতে ডাক্তারদের রাজি করিয়েছেন সে কথা এখনও অজানা।

একটি মৃত কুকুরের সংরক্ষিত মুখের কান, নাক, ঠোঁট, ভ্রূ প্লাস্টিক সার্জারি করে ট্র্যান্সপ্লান্ট করা হয়েছে যুবকটির মুখমণ্ডলে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ১১ আগস্ট ২০১৩
সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।