কলকাতা : পেঁযাজের ঝাঁজে নয়, অগ্নিমূল্যের কারণে এখন রাজ্যবাসীর চোখে জল। উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য কলকাতার সরকারি, বেসরকারি সমস্ত বাজারে পেঁয়াজের দাম উর্ধমুখী।
রোববার দুপুরে কলকাতা কোলে মার্কেটে পেঁয়াজের পাইকারি দাম ৪০ কেজি ছিল ১৩০০ রুপি। ভালো মানের পেঁয়াজের দাম ১৪৫০ রুপিতে বিক্রি হয়েছে।
খুচরো বাজারে কিলো প্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ রুপিতে। টাস্ক ফোর্সের কমল দে জানান, রমজানে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আরব দেশগুলিতে রপ্তানি হয়েছে। এরফলে কলকাতা সহ পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান কম হয়েছে।
নাসিক, আকোলা, রাজস্থান, পাঞ্জাব, বিহার , কর্ণাটক, দক্ষিণ ভারত থেকে কলকাতাসহ রাজ্যে পেঁয়াজ আমদানি হয়ে থাকে। এই মাসের শেষ সপ্তাহ থেকে এসব রাজ্য থেকে আমদানির চেষ্টা চলছে। এর ফলে পেঁয়াজের দাম কিছুটা কমবে বলে তিনি আশা রাখেন।
কোলে মার্কেটের পক্ষে রবীন্দ্র নাথ কোলে জানান, রাজ্যের বর্ধমান জেলায় ‘সুখসাগর’ বলে পেঁয়াজ চাষ হয়- তবে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা সেই তুলনায় অত্যন্ত কম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী বছর থেকে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপকভাবে পেঁয়াজ চাষ শুরু হবে বলে আশা করা যায়।
আগামীতে কলকাতা সহ রাজ্যের যোগান সামনে রেখে রেখে পেঁয়াজ রপ্তানি করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা আগস্ট ১১, ২০১৩
এসপি/সম্পাদনা: এসএস