ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিখোঁজ ২৩ জেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, আগস্ট ১২, ২০১৩
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিখোঁজ ২৩ জেলে

ঢাকা: ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে ২৩ জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার সকালে মূল দ্বীপ লুজনের উত্তরে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে উটোর নামে ঝড়টি আঘাত হানে।

এর প্রভাবে রাজধানী ম্যানিলাসহ আশপাশের অঞ্চলে তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

নিখোঁজ জেলেরা সবাই লুজনের পূর্ব উপকূলে কাতানদুয়ানেসের বাসিন্দা। নিকটবর্তী কোনো দ্বীপে তারা আশ্রয় নিয়ে থাকতে পারে বলে কর্তৃপক্ষ আশা করছে।

এদিকে, ঝড়ের ফলে দেশটির অনেক জায়গায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি চলাচল স্থগিত হওয়ায় আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী।

সোমবার সারাদিন জুড়ে উত্তরাঞ্চলে অবস্থানের পর উটর দক্ষিণ চীন সাগরের দিকে সরে যেতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

তুমুল বৃষ্টিপাতের মধ্যে ম্যানিলায় স্কুল-কলেজ বন্ধ রয়েছে। তবে বন্যার আশঙ্কা আপাতত নেই বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ঝড়ের ফলে কিছুসংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।