ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দার্জিলিঙে অস্ত্র রুখতে নাকা তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, আগস্ট ১২, ২০১৩
দার্জিলিঙে অস্ত্র রুখতে নাকা তল্লাশি

কলকাতা : দার্জিলিঙে অস্ত্র প্রবেশ রুখতে শুরু হল নাকা চেকিং। সোমবার সকাল থেকে পুরো জেলা জুড়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে পুলিশ।



মূলত দার্জিলিং, কার্শিয়াঙ ও কালিম্পঙে প্রবেশ করার যে সব রাস্তা রয়েছে তার প্রতিটিতেই নাকা চেকিং করছে পুলিশ। গোয়েন্দা মারফত পুলিশ খবর পেয়েছে পাহাড়ে সশস্ত্র আন্দোলন চালাতে মোর্চা বিভিন্ন জায়গা থেকে অস্ত্র মজুত করছে পাহাড়ে।

এদিন ভোরে গাড়ীধুড়া এলাকা থেকে পুলিশ মোর্চার ৪ জনকে গ্রেপ্তার করেছে। এরা প্রত্যেকেই মোর্চার সদস্য। তাদের নামে পুরোনো মামলা রয়েছে।

দার্জিলিং-এর পুলিশ সুপার কুনাল আগরবাল জানান, রোববার রাতে অম্বোটিয়ার জিটিএর সদস্য প্রনয় থাপাসহ কার্শিয়াঙের পাঙ্খাবাড়ী থেকে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষন রাইকে গ্রেপ্তার করা হয়েছে।
 

তাই পাহাড়ে অস্ত্রের প্রবেশ রুখতেই চলছে নাকা চেকিং। এছাড়াও পুরোনো মামলায় মোর্চার বহু কর্মীর নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। পুলিশ প্রতিদিন পাহাড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করছে তাদের। এর মধ্যে অনেকেই পালিয়ে বেড়াচ্ছে এবং পাহাড় ছেড়ে সমতলে লুকিয়ে থাকার চেষ্টা করছে।

তাদের খুঁজতেও নাকা চেকিং চলছে। মূলতঃ সমতল থেকে যে সব গাড়ি পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছে সেই সব গাড়িতেই বেশি করে চেকিং করছে পুলিশ। কারণ পুলিশের কাছে খবর রয়েছে নেপাল ও আসাম থেকে প্রচুর অস্ত্র এনে পাহাড়ে মজুত করছে মোর্চা।

এছাড়াও কালিম্পঙের আলগাড়া এলাকায় মোর্চার জিত্রিলপি কর্মীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণও দিচ্ছে বলেও খবর রয়েছে গোয়েন্দাদের কাছে।

বাংলাদেশ সময় : ১০৪৪ ঘন্টা, আগস্ট ১২, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।