ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, আগস্ট ১২, ২০১৩
ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা থেকে জানানো হয়েছে। তবে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।



সোমবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড।

ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯২ কিলোমিটার (৫৭ মাইল)। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ হলেও কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ নামে খ্যাত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ২০১০ সালে দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুমামিতে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।