ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দার্জিলিংয়ে পুলিশের হেনস্থার মুখে সাংবাদিকরা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, আগস্ট ১২, ২০১৩
দার্জিলিংয়ে পুলিশের হেনস্থার মুখে সাংবাদিকরা

কলকাতা: দার্জিলিংয়ে নানা সমস্যার মধ্যে মোর্চা নেতাদের খোঁজে গিয়ে পুলিশ হেনস্থা করলো সাংবাদিকদের।

রোববার রাতে দার্জিলিংয়ের বিভিন্ন হোটেলে তল্লাশি চালায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চলে এ তল্লাশি। সাংবাদিকদের ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জেরা করা হয় হোটেল কর্তৃপক্ষকেও।

এদিকে সাংবাদিকদের ওপর পুলিশের এ মনোভাবের কড়া সমালোচনা হচ্ছে রাজনৈতিক মহলে।

সিপিআইএম নেতা জীবেশ সরকার বলেন, ঘটনাটি অগণতান্ত্রিক। পাহাড়ের শান্তি বজায় রাখতে রাজ্য সরকার অবিলম্বে ব্যবস্থা নিক।

সর্বদলীয় বৈঠকের পক্ষেও সম্মতি জানিয়েছেন এই সিপিআইএম নেতা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।