ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুরসিপন্থীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, আগস্ট ১২, ২০১৩
মুরসিপন্থীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান স্থগিত

ঢাকা: বিক্ষোভরত হাজার হাজার মুরসি সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের সদস্যদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছিল মিশরের নিরাপত্তা বাহিনী।

সোমবার ভোর থেকেই এ অভিযান শুরু হওয়ার কথা ছিল।

নিরাপত্তা বাহিনী ও সরকারি এক কর্মকর্তা জানিয়েছিলেন, তারা বিক্ষোভকারী মুসলিম ব্রাদারহুডের সদস্য ও মুরসিপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

গত ৩ জুলাই মিশরের সামরিক বাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর গত ছয় সপ্তাহ ধরে মুরসি সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের সদস্যরা মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে রাজধানী কায়রোয় লাগাতার আন্দোলন করছে।
 
এখন আর এটা স্পষ্ট নয় যে পুলিশ মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের হাজার হাজার সমর্থকদের বিরুদ্ধে অবশ্যাম্ভাবী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়বে কিনা।

পাশ্চত্য ও আরবের কিছু কূটনৈতিক এবং মিশর সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা মিশরের সেনাবাহিনীকে মুরসিপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া থেকে দূরে থাকতে ক্রমাগত চাপ সৃষ্টি করছেন। কেননা এর ফলে আরবের প্রায় ৯ কোটি জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হবে।

এদিকে নিরাপত্তা সূত্র জানিয়েছে, এখন সেনাবাহিনীর মধ্যেই কঠোর দৃষ্টিভঙ্গীর কিছু কর্মকর্তা বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসির উপর চাপ সৃষ্টি করছেন। জেনারেল আব্দেল ফাত্তাহর নেতৃতেই মুরসি ক্ষমতাচ্যুত হন।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান নেওয়ার বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। কেননা কঠোর অবস্থান নেওয়ার সংবাদ জানার সাথে সাথেই আরও অনেক মানুষ বিক্ষোভকারীদের সাথে যোগ দিয়েছে।

মুরসির ক্ষমতাচ্যুতির পর মিশরে রাজনৈতিক সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৩’শ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অনেকে।

যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট হোসনি মোবারকের ৩০ বছরের স্বৈরশাসন অবসানের পর ২০১১ সাল থেকেই মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল অবস্থায় রয়েছে। এর মধ্যে আবার এ ঘটনার ফলে আরব বিশ্ব বহুদিন পর দ্বিধাবিভক্ত হয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।