নয়াদিল্লি: নিজস্ব প্রযুক্তিতে বিমানবাহী যুদ্ধজাহাজ তৈরি করল ভারত। সোমবার আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হল বিমানবাহী যুদ্ধজাহাজ ‘আইএনএস বিক্রান্ত’।
ভারতীয় প্রযুক্তিতে তৈরি বৃহৎ এ যুদ্ধজাহাজের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির স্ত্রী এলিজাবেথ অ্যান্টনি। সেই সঙ্গে এ ধরনের বিমানবাহী যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম মুষ্টিমেয় কয়েকটি দেশের তালিকায় ঢুকে গেল ভারতের নাম।
বিশ্বে পঞ্চম দেশ হিসেবে বৃহত্তম ও সক্ষমতার দিক থেকে উন্নত এ যুদ্ধজাহাজ তৈরি করল ভারত। ভারত ছাড়া এ তালিকায় রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার নাম।
সাড়ে সাঁইত্রিশ হাজার টন ওজনের জাহাজটি তৈরি করেছে কোচিন শিপ ইয়ার্ড লিমিটেড। ২৬০ মিটার লম্বা ও ৬০ মিটার চওড়া এই জাহাজ থেকে যুদ্ধবিমান উড়তে পারবে। পাশাপাশি এ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে।
যুদ্ধজাহাজটির গতিবেগ প্রতি ঘন্টায় ৫৬ কিলোমিটার। একসঙ্গে ৩০টি যুদ্ধবিমান বহনে সক্ষম ‘আইএনএস বিক্রান্ত’ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। প্রযুক্তির উন্নতি সংক্রান্ত কিছু কাজ এখনও বাকি থাকায় উদ্বোধনের পর নোঙর করা হয় যুদ্ধজাহাজটিকে।
বিক্রান্তর ডেকের আকার দু’টি ফুটবল মাঠের সমান। এর পাওয়ার ইউনিট এতটাই শক্তিশালী যে এর মাধ্যমে গোটা কোচি শহরের বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
জাহাজটির বাইরের অংশের কিছু কাজ এখনও বাকি রয়েছে। আশা করা হচ্ছে- ২০১৬’র মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মধ্যেই ‘আইএনএস বিক্রান্ত’কে নৌ বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
এ যুদ্ধজাহাজ থেকে মিগ ২৯ কে, লাইট কমব্যাট এয়ারক্র্যাক্ট ও কমোভ ২১ উড়তে পারবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস-
eic@banglanews24.com/জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর