ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জ্যোতি বসুর জীবনী নিয়ে তথ্যচিত্র তৈরির প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, আগস্ট ১৩, ২০১৩
জ্যোতি বসুর জীবনী নিয়ে তথ্যচিত্র তৈরির প্রস্তাব

কলকাতা: কিংবদন্তী কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জীবনের উপর একটি তথ্যচিত্র তৈরির প্রস্তাব দেওয়া হল। সোমবার সন্ধ্যায় বালিগঞ্জ শিক্ষাসদনে জ্যোতি বসু সেন্টার ফর স্যোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ আয়োজিত, প্রয়াত মুখ্যমন্ত্রীর স্মরণসভায় উপস্থিত থেকে স্মৃতিচারণ্য করলেন সমাজের প্রায় সর্বস্তরের মানুষ।



লোকসভার সাবেক অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, জ্যোতিবাবু নামটার মধ্যেই যেন অনেক কিছু লুকিয়ে আছে। তিনি হয়তো সুবক্তা ছিলেন না, তবুও তাঁর মিটিংয়ে লাখো মানুষের জমায়েত হতো। এরকম কিংবদন্তী ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গে আর আসবেন না।

এদিনের এই অনুষ্ঠানে কেন এতদিনেও জ্যোতি বসু সেন্টার ফর স্যোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের জন্য জমি পাওয়া গেল না, সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানালেন, ২০১০ সালে প্রায় চার কোটি দশ লক্ষ টাকা দিয়ে জমি কেনার প্রচেষ্টা শুরু হয়।

সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও জমিই কেনা যায়নি, কেবল বুক করা গেছে। এ ব্যাপারে তাঁরা রাজ্যের পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তিনি জানান, জ্যোতিবাবুর জন্মশতবর্ষের উপর একটি কমিটি গঠন করা হয়েছে।

সেখানে সমাজের সর্বস্তরের বহু মানুষ রয়েছেন। অনুষ্ঠানে রাজ্যের সাবেক অর্থমন্ত্রী অশোক মিত্র বলেন, জ্যোতি বসুর জীবনের বিভিন্ন দিক নিয়ে গভীর বিশ্লেষণ করা উচিত।
    
এদিনের এই অনুষ্ঠানে প্রায় সকলকে চমকে দিয়েই উপস্থিত ছিলেন তৃণমূলের বিতর্কিত সংসদ সদস্য কবীর সুমন। তাঁর কথায়, জ্যোতিবাবু এমন এক ব্যক্তিত্ব যাঁকে দুএক কথায় ব্যাখা করা যায় না। এক অসামান্য চরিত্র, প্রবাদপ্রতিম এই কমিউনিস্ট নেতা বাংলার গর্ব। তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, কি তাঁর পছন্দের ছিল এই নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করা উচিত বলেও জানান কবীর সুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, অশোক ঘোষ, মঞ্জু মজমুদার, প্রতীম চৌধুরী, অসীম দাশগুপ্ত, মহঃ সেলিম, শ্যামলী গুপ্ত, মালিনী ভট্টাচার্য, পাপিয়া অধিকারী, নিমু ভৌমিক, রমলা চক্রবর্তী, ঊষা উত্থুপ, শিখা মুখোপাধ্যায়, অঞ্জন বেরা, অসীম চট্টোপাধ্যায়, চন্দন সেন, বাণী বসু, প্রবোধ সিনহা, কাশিকান্ত মৈত্র, সুদর্শন রায়চৌধুরি, অশোকনাথ বসু প্রমুখ।

তবে এদিনের সভায় কবীর সুমনের উপস্থিতি রাজ্য রাজনীতিতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময় : ২১০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।