আগরতলা (ত্রিপুরা): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আগরতলার বাংলাদেশ ভিসা অফিসে বৃহস্পতিবার পালিত হলো জাতীয় শোক দিবস।
আগরতলা বাংলাদেশ ভিসা অফিসের পক্ষ থেকে গভীর শ্রদ্ধায় দিনটি পালন করা হয়।
সকাল সাড়ে ৮টায় ভিসা অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর ভিসা অফিসের প্রথম সচিব ওবায়দুর রহমান দিনটির তাৎপর্য বর্ণনা করেন।
তিনি জানান, এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিলো। আজ গভীর শোকের দিন। তাই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বাংলাদেশকে ভেতর থেকে পঙ্গু করে দিতেই ষড়যন্ত্র করে খুন করা হয়েছিলো বঙ্গবন্ধুকে।
তিনি আরও জানান, বিকেল সাড়ে চারটায় হবে বঙ্গবন্ধুর জীবন ও আর্দশ নিয়ে আলোচনা সভা। পরে বঙ্গবন্ধুর রুহের শান্তি কামনায় হবে মিলাদ মাহফিল। রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে লোকজন ওই মিলাদ মাহফিলে অংশ নেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর