ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রতি ভারতীয় রাষ্ট্রপতির হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, আগস্ট ১৫, ২০১৩
পাকিস্তানের প্রতি ভারতীয় রাষ্ট্রপতির হুঁশিয়ারি

নয়াদিল্লি: নাম উল্লেখ না করে পরোক্ষভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

ভারতের ৬৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে।



অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভারত পেছপা হবে না বলে এ সময় উল্লেখ করেন প্রণব মুখোপাধ্যায়।

ভাষণে প্রণব বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ভারত আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সীমান্তে অস্থিরতা কমছে না। বারবার নিয়ন্ত্রণরেখায় অস্ত্রবিরতি ভাঙা হচ্ছে, ঘটছে প্রাণহানি। ‘

ভারতের রাষ্ট্রপতি আরও বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আন্তরিক। কিন্তু আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে। দেশের নিরাপত্তা রক্ষার জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।