ঢাকা: আধুনিক যুগের ব্যস্ততায় বন্ধু বা পরিবার-পরিজনের সঙ্গে খোশ গল্প বা আড্ডা দেয়ার ফুরসত নেই। অত্যাধুনিক প্রযুক্তির কারণে ব্যস্ত নগরজীবনে অনলাইনে আড্ডা দেয়ার সুযোগ এনে দিয়েছে ফেসবুক, টুইটার, ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।
মুখোমুখি যোগাযোগের ফলপ্রসূতা বা আড্ডা দেয়ার মজা পাওয়া যায় না অনলাইন আড্ডায়। সম্প্রতি এ নিয়ে একটি গবেষণা হয়েছে। গবেষণাটি ফেসবুক চ্যাটের ওপর করা হয়েছে। ৮২ জন তরুণের ওপর গবেষণাটি চালানো হয়, তাদের সবার হাতে রয়েছে স্মার্টফোন ও ফেসবুক অ্যাকাউন্ট।
গবেষণার নেতৃত্বদানকারী ইউনিভার্সিটি অব মিশিগানের মনোবিজ্ঞানী ড. ইথান ক্রস জানান, ফেসবুক ব্যবহারে সুখ পাওয়ার ক্ষেত্রে বিপরীত ফলাফল দেখা গেছে।
এ বছরের শুরুর দিকে ইউনিভার্সিটি অব চেস্টারও একটি গবেষণা চালায়। ওই গবেষণার ফলাফলেও দেখা যায়, ফেসবুক বন্ধুরা বাস্তব বন্ধুদের বিকল্প হতে পারে না।
এতে দেখা যায়, যখন মানুষ বন্ধুদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে যতটুকু খুশি হয় ও হাসে তার চেয়ে ৫০ শতাংশ বেশি খুশি হয় ও হাসে যখন তিনি মুখোমুখি বন্ধুদের সঙ্গে কথোপকথনে জড়ায় বা ওয়েবক্যামের মাধ্যম যোগাযোগ করে।
নতুন গবেষণাটি ইউনিভার্সিটি অব চেস্টারের গবেষণার ফলাফলকে সমর্থন করেছে।
নতুন গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান জার্নালে। গবেষণায় অংশগ্রহণকারীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার পর্যবেক্ষণ করা হয়েছে।
এছাড়াও গবেষণাকালে অংশগ্রহণকারীদের দৈনিক ৫ বার জরিপে অংশ নিতে হয়েছে। জরিপে তাদের আবেগগত অবস্থা বা প্রশান্তির বিষয়টি দেখার চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com