ঢাকা: আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার শ্বাসরুদ্ধকর অভিযানের সময় দুশ্চিন্তিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গোপন ওই অভিযানের আপডেট প্রেসিডেন্ট ওবামাসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরা হোয়াইট হাউজের সিচুয়েশন রুম থেকে নিচ্ছিলেন।
ওবামার দীর্ঘদিনের সাবেক সহকারী রেগিই লাভ জানিয়েছেন এ তথ্য। তিনি বলেছেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে যখন মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের সদস্যরা লাদেনকে হত্যার অভিযান চালাচ্ছিলেন এরই এক ফাঁকে তাস খেলেছেন ওবামা।
ড্রিস্ট্রিক অব কলম্বিয়া ভিত্তিক আর্টিস্টস অ্যান্ড অ্যাথলেটস অ্যালিয়ান্স আয়োজিত একটি আলোচনা সভায় এমন কথা বলেছেন লাভ। তিনি বলেছেন, সিচুয়েশন রুমে অধিকাংশ ব্যক্তিই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, ওবামারও একই অবস্থা।
লাভ বলেন, প্রেসিডেন্টকে নিয়ে তিনি, হোয়াইট হাউজের আলোকচিত্রী ও ওবামার আরেক সহযোগী মিলে একটি ডাইনিং রুমে জোড়া রাউন্ড তাস খেলেছেন।
এর আগে ওবামা বলেছিলেন, সিচুয়েশন রুম থেকে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে ঠিক সময়েই অভিযান দেখেছেন তিনি। তবে তাস খেলতে কখন সিচুয়েশন রুম থেকে বেরিয়ে গেছেন তা স্পষ্ট নয়।
অভিযানের এক বছর পর এনবিসিকে প্রেসিডেন্ট ওবামা বলেন, এটি (অভিযান) ছিল আমার জীবনের দীর্ঘতম ৪০ মিনিট। ’
মাত্র ৪০ মিনিটে আফগানিস্তানের ঘাঁটিতে থেকে বিশেষ বিমানে করে পাকিস্তানে গিয়ে ভোররাতে বিন লাদেনকে হত্যা করে নেভি সিল সদস্যরা।
ওবামা যখন জুনিয়র সিনেটর তখন থেকেই তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন ৩২ বছর বয়সী লাভ। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারর্টন স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে মার্স্টাস ডিগ্রী সম্পন্ন করতে ২০১১ সালে হোয়াইট হাউজের চাকরিতে ইস্তফা দেন তিনি।
২০০৮ সালে প্রেসিডেন্ট পদে ওবামার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লাভের।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ১৫. ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com