ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দৈনিক চার কাপের বেশি কফি নয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, আগস্ট ১৬, ২০১৩
দৈনিক চার কাপের বেশি কফি নয়

ঢাকা: আপনি যদি এখন কফির পেয়ালায় মুখ দিয়ে থাকেন তাহলে হিসাব রাখুন। কেননা দৈনিক চার কাপের বেশি হলে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বয়স যদি ৫৫ এর নিচে হয় তাহলে অকালে মারা যাওয়ার ঝুঁকি রয়েছে চার কাপের বেশি কফি পানকারীদের।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর চালানো একটি গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। মার্কিন গবেষকেরা দেখতে পেয়েছেন, সপ্তাহে ২৮ কাপের বেশি কফি পানে যুবকদের অকালে মৃত্যুর ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেহের বিপাক ক্রিয়ায় প্রভাব ফেলতে পারে অতিরিক্ত কফি পান।

গবেষকরা আরও বলেছেন, অতিরিক্ত কফি পানের নেতিবাচক প্রভাব বংশানুক্রমিকভাবেও ব্যক্তির ওপর পড়তে পারে।

২০ থেকে ৮৭ বছর বয়সী ৪৩ হাজার ৭২৭ জন মার্কিনির জীবনপন্থার ওপর পর্যবেক্ষন চালিয়েছেন গবেষকেরা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।