ঢাকা: ছবি দেখে মনে হবে স্বাভাবিক কোনো প্লাটিনাম খনিতে কাজ করছেন শ্রমিকরা। কিন্তু আসল খবর অনেক লোমহর্ষক এবং বিস্ময়কর।

যুক্তরাজ্যভিত্তিক খনিজ অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান লনমিন’র মালিকানাধীন দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রুস্টেনবার্গ এলাকায় অবস্থিত মারিকানা খনিতে কর্মরত শ্রমিকদের এই ছবিগুলো শুক্রবার প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।
২০১২ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৬ আগস্ট কর্মক্ষেত্রে সুরক্ষা, ন্যায্য মজুরি ও স্থানীয় বেকার শ্রমিকদের মূল্যায়নের দাবিতে অবস্থান ধর্মঘট পালনকালে দক্ষিণ আফ্রিকান নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪৪ জন শ্রমিক নিহত হন।
ওই হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি বলে যেমনি শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তেমনি ওই দুর্ঘটনার প্রথম বার্ষিকীতেও দেখা গেল একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় নিম্ন মজুরিতে কাজ করে যাচ্ছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, নির্ধারিত সময় শেষে আরও বাড়তি চার ঘণ্টা করে কাজ করতে বাধ্য করা হয়।
শ্রমিক শ্যাদ্রাক এমশাম্বা বলেন, ‘প্রত্যেকদিন এভাবে খনন করা, ভারি মেশিন বয়ে বেড়ানো, আবার ফিরে আসা... ভাল লাগে না…আমি দাঁড়াতে পারি না। ’
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com