ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও টাইম ম্যাগাজিনের ওয়েবসাইট হ্যাক করেছিল সিরীয় হ্যাকাররা। তবে অল্প সময় সাইটগুলো হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল।
যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এ তিন সংবাদ মাধ্যমের সাইট হ্যাক করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক হ্যাকারা।
ওয়েবসাইটগুলোতে আপলোড করা কিছু লিঙ্কে ক্লিক করলে তা পাঠককে সিরীয় ইলেক্ট্রনিক সেনাবাহিনীর (এসইএ) ওয়েবসাইটে নিয়ে যায়।
যে প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইট সেবা নিত সংবাদ মাধ্যম তিনটি সে প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে এ কাজ করেছে হ্যাকাররা।
আউটব্রেইন নামের ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কর্মীকে বোকা বানিয়েছে একটি ইমেইল।
হ্যাকার নিজেদের টুইটার অ্যাকাউন্টে এসইএর লোগো দিয়ে ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও টাইমের লোগেতে লাল কালি দিয়ে টিক চিহ্ন সংবলিত একটি ছবি প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com