ঢাকা: জরুরি অবস্থা উপেক্ষা করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে মিশরের সেনাবাহিনী। কায়রোর তাহরির স্কয়ারের প্রবেশ পথে সাজোয়া যানসহ অবস্থান নিয়েছে সেনাসদস্যরা।
শুক্রবার জুমার নামাজ শেষ হবার পরপরেই বিক্ষোভ বের করার কথা মুসলিম ব্রাদারহুড সমর্থকদের। মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভ দমাতে কায়রো ও আশপাশের শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমতিও দেয়া হয়েছে পুলিশকে।
২৮টি মসজিদ থেকে বিক্ষোভ বের হয়ে রামসেস স্কয়ারে মিলিত হবে। ১৪ আগস্ট মুরসিপন্থিদের কায়রো থেকে হঠাতে সেনাঅভিযানে হতাহতের ঘটনার প্রতিবাদে শুক্রবারকে ‘ক্রোধের দিন’ হিসেবে ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com