ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভল্লুকের গ্যাংনাম নাচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, আগস্ট ১৬, ২০১৩
ভল্লুকের গ্যাংনাম নাচ

ঢাকা: দক্ষিণ কোরিয়ার গায়ক সাই’র অভিনব নাচুনি ‘গ্যাংনাম স্টাইলে’র ভক্ত পৃথিবীতে না থাকাটাই অস্বাভাবিক ব্যাপার। খোদ জাতিসংঘ মহাসচিব বান-কি মুন থেকে শুরু করে বিশ্বের প্রায় সবাই কোন না কোন কারণে গ্যাংনাম স্টাইলে নেচে আনন্দ প্রকাশ করেছে।



পৃথিবীর সব মানুষের ‘গ্যাংনাম স্টাইল’র ভক্ত হওয়াটা স্বাভাবিক হলেও এই নাচের প্রতি ভল্লুকের অনুরাগ প্রকাশ কি অস্বাভাবিক ব্যাপার নয়। শুধু অনুরাগ প্রকাশই নয়, একেবারে উল্লসিত হয়ে গ্যাংনাম স্টাইলেই নেচেছে উত্তর ফিনল্যান্ডের জলাভূমির বাসিন্দা এক ভল্লুক। গত জুনে বাদামি রংয়ের ভল্লুকটির নাচ চোখে পড়তেই ক্যামেরাবন্দি করে ফেলেন যুক্তরাজ্যের চিত্রগ্রাহক মার্ক সিশন।

ঠাণ্ডা জলাভূমিতে বাস করেও বিস্ময়কর অথচ অবিকলভাবে নেচে যাচ্ছিল ক্ষুদে ভল্লুকটি। তার এই নাচের দিকে দুই সহোদর ও মা ভল্লুকের ততো আগ্রহ দেখা না গেলেও অনেকক্ষণ ধরেই উন্মত্ততায় মেতেছিল ভল্লুকটি।

সিশনের ছবিতে দেখা যায়, ঠিক সাই’র মতো করে পিছনের পায়ে ভর দিয়ে দুই হাতের কবজি বাজিয়ে নেচে চলেছে ভল্লুকটি।

ওয়েস্ট মিডল্যান্ডসের শ্রপশায়ার কাউন্টির বাসিন্দা সিশন বলেন, ‘জুনের শেষ দিকে উত্তর ফিনল্যান্ডে আলোকচিত্র প্রশিক্ষণ বিষয়ক এক ভ্রমণে এই বিস্ময়কর ছবিগুলো তোলা হয়। ’

তিনি বলেন, ‘ভল্লুকটি যখন নাচছিল তখন মনে হচ্ছিল না কোনো ভল্লুক নাচছিল। মনে হচ্ছিল এটা মানুষেরই নাচের দৃশ্য। এক পায়ে দাঁড়ানো, দুই কবজি বাজানো, সামনে-পেছনে আগানো-পেছানো সবই ছিল বিস্ময়কর। ’

সিশন আরও বলেন, ‘ছবিটি তোলার সময় আমি মনে করতে পারছিলাম না এই নাচ কোন স্টাইলের। সুন্দর দৃশ্য ছিল তাই তুলছিলাম। কিন্তু পরবর্তীতে আমার ছবির একজন ক্রেতা বললেন, এটাতো গ্যাংনাম নাচের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে। ’

তবে ওই ভল্লুকটি কিভাবে এই নাচ শিখেছে, নাকি তার উল্লাস প্রকাশের ভাষাটা কাকতালীয়ভাবে সাই’র গ্যাংনামের সঙ্গে মিলে গেছে এ ব্যাপারে কিছু বলতে পারেননি সিশন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।