ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারে তালেবানের জঙ্গি প্রশিক্ষণ আস্তানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, আগস্ট ১৬, ২০১৩
মিয়ানমারে তালেবানের জঙ্গি প্রশিক্ষণ আস্তানা

ঢাকা: মিয়ানমারে গোপন আস্তানায় বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ও রোহিঙ্গা সম্প্রদায়ের উগ্রপন্থি নাগরিকদের সংগঠিত করে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান তালেবান।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের (মেমরি) জিহাদ ও সন্ত্রাসবাদের হুমকি পর্যবেক্ষক শাখার উদ্ধৃতি দিয়ে এবং জঙ্গিদের ইন্টারনেট ‍কার্যক্রম পরিচালনা শাখা ‘বাব-ই-ইসলাম ইন্টানেট ফোরাম’ কর্তৃক ইন্টারনেটে প্রচারিত ছবি প্রকাশ করে সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।



এএনআই জানায়, দুই ডজনেরও বেশি ছবি প্রকাশ করেছে বাব-ই-ইসলাম। ছবিগুলোর সঙ্গে প্রকাশিত ক্ষুদে বার্তায় বলা হয়, ‘পাকিস্তান তালেবান এ অঞ্চলে সফলভাবে ‘রোহিঙ্গা মুজাহিদিন’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছে। আর এখানে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ও রোহিঙ্গা মুসলিমদের সংগঠিত করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ’

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ওয়েবসাইটে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষক সংস্থা মেমরি জানায়, গত ১২ জুলাই বাব-ই-ইসলাম এই ছবিগুলো প্রকাশ করে।

বাব-ই-ইসলামের প্রকাশ করা ছবিতে দেখা যায় মিয়ানমারের অজ্ঞাত কোনো স্থানে সশস্ত্র জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণার্থীদের। আর বাব-ই-ইসলামের বরাতে ‍জঙ্গিদের উর্দুভাষী ওয়েবসাইট আররাহমাহ ডটকমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় প্রশিক্ষণার্থী জঙ্গিরা নামাজ আদায় করছে।

তবে কিছু ছবিতে কয়েক জন ব্যক্তিকে অস্পষ্ট দেখা যায়। ধারণা করা হচ্ছে, এরা প্রশিক্ষণ দিতে আসা প্রসিদ্ধ কোনো তালেবান নেতা।

বাব-ই-ইসলামের প্রকাশিত ছবি সংশ্লিষ্ট উর্দু ক্ষুদে বার্তার উদ্ধৃতি দিয়ে পর্যবেক্ষক সংস্থা মেরমি ‍আরও জানায়, কমান্ডার আবু সুফিয়া ও আবু আরিফের নেতৃত্বে নতুন এই জিহাদি বাহিনী মিয়ানমারে প্রবেশ করেছে।

ক্ষুদে বার্তাগুলোতে দাবি করা হয়, মুজাহিদরা সম্প্রতি দু’টি সামরিক যান ধ্বংস করেছে এবং ১৭ জন সৈন্যকে হত্যা করেছে। এছাড়া, রোহিঙ্গা মুসলিম হত্যায় অভিযুক্ত তিন জন বৌদ্ধ নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। এদের মধ্যে একজন বৌদ্ধ ধর্মযাজকও ছিলেন।

আররাহমাহ ডটকমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, মিয়ানমারের সেনাবাহিনীর পোশাক পরে ১০০ থেকে ২০০ রোহিঙ্গা মুজাহিদিন গুলি চালানোর প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছে।

মেরমি জানায়, বাব-ই-ইসলামের মাধ্যমে উর্দু ভাষায় কার্যক্রম পরিচালনা করে আসছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর ইন্টারনেট কার্যক্রম পরিচালনা শাখা আনসারুল্লাহ জিহাদি ফোরাম।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।