ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ভয়ংকর গোঁফ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, আগস্ট ১৬, ২০১৩
বিশ্বের সবচেয়ে ভয়ংকর গোঁফ!

ঢাকা: বিশ্বের সবচেয়ে ভয়ংকর গোঁফ পাকিস্তানের মালিক আফ্রিদির। এমন গোঁফ রাখার জন্য তাকে তালেবান হুমকিও দিয়েছে।

কিন্তু মালিক আফ্রিদির এককথা, “আমি পরিবার ছাড়তে পারি, পাকিস্তান ছাড়তে পারি কিন্তু গোঁফ কাটাতে পারব না। ”

পাকিস্তানে তালেবানের সহযোগী লস্কর-ই-ইসলাম মালিক আফ্রিদির যত্ন করে রাখা ৩০ ইঞ্চি (৭৬ সে.মি) আকারের গোঁফকে ‘অ-ইসলামি’ বলে উল্লেখ করে।

ইসলামের জন্য ‘বিদ্রুপাত্মক’ গোঁফ নিয়ে রাখার জন্য মালিক আফ্রিদিকে অপহরণ করা হয়েছিল একবছর আগে।

সেবার অবশ্য গুহাতে আটক অবস্থায় তালেবানরা জোর করে ক্ষুর দিয়ে তার গোঁফ কেটে দিয়েছিল।

ভবিষ্যতে এরূপ গোঁফ রাখা হলে হত্যা করা হবে এই মর্মে হুমকি দিয়ে তাকে সেবার ছেড়ে দেওয়া হয়।

কিন্তু ছাড়া পেয়ে গত বছর থেকে মালিক আবারও গোঁফ পোষা শুরু করেছেন। তেল-সাবানের মাধ্যমে গোফ পরিচর্যার জন্য দৈনিক ৩০ মিনিট ব্যবহার করেন তিনি। তাতে তার ব্যয়ও নেহায়েত কম নয়, মাসিক বারো হাজার টাকা।

সম্প্রতি বিষয়টি নজরে এসেছে তালেবানের। এজন্য আবারো হুমকি দিচ্ছে তালেবান।   তাইতো পরিবারকে নিরাপদে রাখার জন্য ঘর  ছাড়তে বাধ্য হয়েছেন মালিক।

বার্তা সংস্থা এএফপিকে ৪৮ বছর বয়সী দশ সন্তানের জনক মালিক বলেন,  লোকজন আমাকে অনেক শ্রদ্ধা করে এই গোঁফের জন্য। এটাই আমার পরিচয়। এটা আমার গর্ব।

তিনি জানান, গোঁফের জন্য আমি বারবার অনাহারে থেকেছি।   এটা আমার জীবনের অংশ নয়, আমার জীবন। এই জীবনকে আমি নষ্ট করে দিতে পারিনা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।