আগরতলা (ত্রিপুরা): সবুজের আহবান শোনা গেল ভারত-বাংলাদেশ সীমান্তে। শুক্রবার বিকালে চারা গাছ বিনিময় করলেন সীমান্ত রক্ষায় নিয়োজিত কর্মীদের পরিবারের সদস্যরা।
‘মাই আর্থ মাই ডিউটি’- এ স্লোগান নিয়ে সবুজায়নের কার্যক্রম শুরু করেছে জি মিডিয়া। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও। তারা উদ্যোগ নিয়েছে সীমান্ত এলাকাকে সবুজে ভরিয়ে তোলার।
এ উদ্যোগকে সফল করতে শুক্রবার আখাউড়া সীমান্তে বিএসএফ জওয়ানদের স্ত্রীরা গাছের চারা বিতরণ করেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে। বিজিবি কর্মীদের পরিবারের পক্ষ থেকেও গাছের চারা তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com