ঢাকা: ফিলিপাইনে একটি যাত্রীবাহী জাহাজ ডুবিতে কমপক্ষে ২৬ জন নিহত ও ২০০ জনের বেশি নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেলে সিবু শহরের কাছে একটি কারগো জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে এমভি থমাস অ্যাকাউনাস নামের ওই ফেরিতে ডুবে যায়।
ফিলিপাইনের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
কোস্ট গার্ডের সবশেষ হিসাব মতে, ওই জাহাজটিতে ৭৫২ জন যাত্রী ও ১১৮ জন নাবিক ছিল।
জাহাজ কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, এ দুর্ঘটনার প্রভাব খুবই গুরুতর।
জানা গেছে, জাহাজটি ডুবে যাওয়া শুরু করলে সাগরে লাফ দিতে শুরু করে যাত্রীরা। নাবিকরা যাত্রীদেরকে লাইফ জ্যাকেট সরবরাহ করেছে। ডুবির ঘটনার সময় অনেক যাত্রী ঘুমন্ত ছিল।
জীবিত একজন জেরউইন আগুদং জানান, তিনি ও অন্যান্য যাত্রীরা কারগো জাহাজ সামনে পানিতে ঝাঁপিয়ে পড়েন। অনেকে জাহাজ থেকে বের হতে পারেননি।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com