ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দাউদ ইব্রাহিমের ডান হাত ইকবাল মেমনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, আগস্ট ১৭, ২০১৩
দাউদ ইব্রাহিমের ডান হাত ইকবাল মেমনের মৃত্যু

ঢাকা: অন্ধকার জগতের হোতা দাউদ ইব্রাহিমের ডান হাত হিসেবে পরিচিত ইকবাল মেমন মারা গেছেন। ব্রিটেনে দুই দশকের বেশি সময় নির্বাসনে থাকা মেমনের মৃত্যুর বিষয়টি শু্ক্রবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশ করেছে।

বৃহস্পতিবার মেননের আইনজীবী আফশীন চৌধুরি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে জানিয়েছেন, মিরচি নামে পরিচিত মেমন হার্ট অ্যাটাকে মারা গেছেন।

বিশ্বের অন্যতম মাদক চোরকারবারী মেমন মুম্বাই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিংয়ের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

১৯৯৩ সালে মুম্বাইয়ের স্টক এক্সচেঞ্জ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার ঘটনায় জড়িত অভিযোগ মেমনকে দেশে ফেরত নিতে বেশ কয়েকবার চেষ্টা চালায় ভারতের কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
এসএফআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।