ঢাকা: মিশরে সরকারবিরোধীদের বিরুদ্ধে সেনা অভিযানে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হলেও সেনা অভিযানের সাফাই গেয়েছেন সৌদ বাদশা কিং আব্দুল্লাহ।
তিনি বলেছেন, যারা ‘মিশরকে অস্থিতিশীল করার চেষ্টা’ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আরবদের দাঁড়াতে হবে।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে বাদশা আব্দুল্লাহ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিশরের ভাইদের পাশে সৌদি আরব, তার জনগণ ও সরকার ছিল এবং আজও রয়েছে।
মিশরের সৎ মানুষ ও আরব এবং মুসলিম দেশগুলোকে মিশরের সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মিশরের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেন সৌদি বাদশা।
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে সৌদি সরকারের ব্যাপক ঘনিষ্ঠতা ছিল। মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে দেশটির সম্পর্ক শীতল।
গত জুলাইয়ে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতাচ্যুত করার পরপরেই মিশরকে ৫শ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেয় সৌদি আরব।
মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তার সমর্থকরা তার পুনর্বহালের দাবিতে রাস্তায় নামে। তখন থেকেই সহিংসতা চলছে। গত বুধবার কায়রো থেকে মুরসি সমর্থকদের হঠিয়ে দিতে সেনা অভিযানে ৬৩৮ জন নিহত হয়। শুক্রবার নতুন করে সহিংসতা নিহত হয়েছে শ খানেক মানুষ।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
এসএফআই / আরকে