ঢাকা: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রোববার থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। ১৯ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে।
মন্ত্রী জানান, ত্রিপুরার চারটি স্থানে প্রতিবেশী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ১১টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশন, ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ উৎসব হচ্ছে।
ভানুলাল সাহা জানান, যেসব সিনেমা দেখানোর প্রস্তাব করা হয়েছে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত।
মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা সিনেমাগুলোর বিভিন্ন দিক তুলে ধরতে পরিচালকরা উপস্থিত থাকবেন বলেও জানান মন্ত্রী।
জানা গেছে, ‘পলাশী থেকে ধানমন্ডি’, ‘কারিগর’, ‘জয়যাত্রা’, ‘প্রামাণ্য চিত্র-১৯৭১’, ‘আমার বন্ধু রাশেদ’ ও ‘গেরিলা’ প্রদর্শিত হবে উৎসবে।
ত্রিপুরার মন্ত্রী বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলায় ১৬ লাখ বাংলাদেশি আশ্রয় নিয়েছিল ত্রিপুরায়, যা রাজ্যের মোট জনগোষ্ঠীর চেয়ে বেশি ছিল। ১৯৭১ সালে ত্রিপুরার জনসংখ্যা ছিল ১৫ লাখ।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
এসএফআই/জেডএম/এমজেডআর