ঢাকা: জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার বোমা বিশেষজ্ঞ আবদুল করিম টুন্ডাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষস্থানীয় ২০ ওয়ান্টেড সন্ত্রাসীর মধ্যে টুন্ডা অন্যতম।
শনিবার ভারতের সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার রাতে দিল্লি পুলিশের একটি বিশেষ বাহিনী বোমারু টুন্ডাকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে গত জানুয়ারিতে ইস্যুকৃত একটি পাকিস্তানি পাসপোর্ট জব্ধ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানায়, প্রায় ৭০ বছর বয়সী টুন্ডার বিরুদ্ধে ২১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ১৯৯৬ সালের ডিসেম্বর থেকে ১৯৯৮ সালের জানুয়ারি পর্যন্ত নয়াদিল্লি, পানিপথ, সোনেপথ, লুধিয়ানা, কানপুর এবং ভারানাসিহ বিভিন্ন এলাকায় সংগঠিত ৪০টিরও বেশি বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব বোমা হামলায় অন্তত ২১ জন নিহত ও ৪০০ জন আহত হয়। এছাড়া, ১৯৯৩ সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলার সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দিল্লি পুলিশের দাবি, মুম্বাইয়ের হোটেল তাজে হামলার মূল পরিকল্পনাকারী জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ এবং আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহীমের সঙ্গেও টুন্ডার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, টুন্ডাকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর/এসআরএস-eic@banglanews24.com