ঢাকা: কানাডায় এক অজগর সাপ পেঁচিয়ে মেরে ফেলেছে দুই শিশুকে। এ ঘটনার ঠিক এগার দিন পরে পুলিশ অণ্টারিওর একটি মোটেলের কক্ষ থেকে উদ্ধার করল ৪০টি অজগর।
তবে উদ্ধারকৃত অজগরগুলোর বেশিরভাগই ছিল আঁকারে ক্ষুদ্র ও দুর্বলাকৃতির।
পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে টরেন্টোর ১০০কি.মি. দক্ষিণে অন্টারিওর ব্রান্টফোর্ড মোটেলের একটি কক্ষে রাখা প্লাস্টিকের এক ঝুড়ি থেকে সাপগুলোকে উদ্ধার করে তারা। এক দম্পতির নামে রুমটি বুক করা ছিল।
পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করলেও তারা এখনও জানায়নি অজগর উদ্ধারের সময় দম্পতিরা কোথায় ছিলেন। আর বেআইনিভাবে অজগর রাখার কারণে তাদের কোন শাস্তি হবে কিনা।
উদ্ধারকৃত অজগরগুলোর মধ্যে যেগুলোর দৈর্ঘ্য ৩০ সে.মি. থেকে ১.৪০ মিটার সেগুলোকে কানাডার একটি পশু সুরক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে একজন পশু চিকিৎসক সাপগুলোর সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।
এগার দিন আগে ১৩ ফুট দৈর্ঘ্য ও ৪৫ কেজি ওজনের একটি আফ্রিকান অজগর অ্যাকুরিয়াম থেকে পালিয়ে ৬ ও ৪ বছরের কনর ও নোয়া বার্থকে হত্যা করে। কনর ও নোয়ার ঘুমের সময় অজগরটি তাদের আক্রমণ করে।
পোস্ট-মর্টেম রিপোর্টে জানা গেছে, অজগরটি তাদের শ্বাসরোধ করে হত্যা করে।
প্রাণি বিশেষজ্ঞরা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তারা অনেকেই জানিয়েছেন, আফ্রিকান বড় আঁকারের অজগরগুলো শিকারে খুবই দক্ষ হলেও এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অজগরটি কোনভাবে অ্যাকুরিয়াম ভেঙ্গে ফেলে ভেন্টিলেটরের মাধ্যমে বাচ্চাদের কক্ষে প্রবেশ করে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩/আপডেটেড: ১৭০৮ ঘণ্টা
সম্পাদনা: কেএইচকিউ/এসআরএস-eic@banglanews24.com