ঢাকা: মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত। তবে হিলারি ক্লিনটনই এ পদে প্রথম বসতে যাচ্ছেন কিনা এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের সাফল্য-ব্যর্থতা ও আগামী প্রেসিডেন্ট নির্বাচন প্রভৃতি নিয়ে দেশটির প্রাচীন ও প্রভাবশালী ম্যাগাজিন প্যারেড’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি ।
নিজের জীবদ্দশায় নারী প্রেসিডেন্ট দেখতে পাবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট বারাক ওবামা পত্নী মিশেল বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি দেশ এখন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত। ’
তবে ২০১৬ সালের নির্বাচনের মাধ্যমে হিলারি ক্লিনটনই বর্তমান প্রেসিডেন্ট ওবামার উত্তরসূরী হবেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।
ওবামার প্রথম দফা দায়িত্ব পালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন পত্নী হিলারি। অবসর গ্রহণের সময় দেশের সর্বোচ্চ কার্যযালয়ে আসন গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের উত্তর অস্পষ্ট রেখে যান তিনিও।
হিলারি সম্পর্কে মিশেল বলেন, ‘তিনি এখনও কিছু ঘোষণা দেননি। তাই আমি নিশ্চিতভাবে তার সম্পর্কে আগাম কিছু বলতে পারি না। ’
তবে নিজে প্রেসিডেন্ট পদে লড়বেন না বলে জানান দুই মেয়ের জননী মিশেল।
সাক্ষাৎকারে একজন আফ্রো-আমেরিকান মানুষ হিসেবে ওবামার দেশপ্রেম, মানবতাপ্রেম, কর্মোদ্যম ও সাফল্যের কথাও তুলে ধরেন মিশেল।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর/আরআইএস-eic@banglanews24.com