ঢাকা: কেনিয়ার গারিসসার এক পুলিশ পোস্টে চার পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
কর্তৃপক্ষ ধারণা করছে, সোমালিয়ার বিদ্রোহি ‘আল-শাবাব’ গ্রুপের জঙ্গিরা গারিসসার নিকটবর্তী কেনিয়ার সীমান্ত অতিক্রম করে এ আক্রমণ চালায়।
এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা শনিবার জানান, শুক্রবার গারিসসার একটি পুলিশ পোস্টে ৪০ জন অস্ত্রধারী আক্রমণ চালায়। তাদের গুলিতেই ৪ জন পুলিশ মারা যায়।
জঙ্গি গ্রুপ ‘আল-শাবাব’র উৎখাতে ২০১১ সালের শেষের দিকে কেনিয়া দক্ষিণ সোমালিয়ায় সেনা পাঠায়।
এরপর থেকেই দেশটি ধারাবাহিকভাবে এ ধরণের আক্রমণের সম্মুখীন হয়েছে।
সরকারি কর্মকর্তা রশিদ খাত্তোর সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ আক্রমণে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আমরা এখন তাদের লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি। ’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আল-শাবাবের জঙ্গিরা সীমান্ত অতিক্রম করে এ হামলা চালায়। এরপরই তারা পালিয়ে যায়। ’
গারিসসায় গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে এ ধরনের হামলা করা হয়েছে। গত এপ্রিল মাসে এক আকস্মিক আক্রমণে আট জন নিহত হয়। তার আগে জানুয়ারিতে অন্য এক আক্রমণে নিহত হয় পাঁচ জন।
বাংলাদেশ সময়: ১৭৬০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: কেএইচকিউ/এসআরএস-eic@banglanews24.com