ঢাকা: নয়াদিল্লির প্রতি ইতিবাচক মনোভাবের প্রকাশ হিসেবে ৩৬৭ ভারতীয় কারাবন্দিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। বিবাদমান কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) সম্প্রতি গুলি বিনিময়ের পরিপ্রেক্ষিতে চিরবৈরি ভারত-পাকিস্তান সম্পর্কের ক্রমশ অবনতিতে এমন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ।
পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শনিবার এ খবর জানিয়েছে।
এ মাসের শুরুতে ‘দুর্বৃত্তদের’ হামলায় ৫ ভারতীয় সৈন্য নিহত হওয়ার জের ধরে গত দু’সপ্তাহ ধরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর দু’পক্ষই পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে আসছে।
ভারতের একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বন্দি মুক্তির বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, এ খবর সত্য যে আগামী ২৪ আগস্ট ৩৬৭ জন ভারতীয় কারাবন্দি মুক্ত হতে যাচ্ছেন। ’
তবে সরকারিভাবে এই সিদ্ধান্ত এখনও ঘোষিত হয়নি বলে নাম না প্রকাশ করার জন্য অনুরোধ করেন ওই কর্মকর্তা।
ভারতীয় ও পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায়, দু’দেশের কারাগারেই উভয় দেশের কয়েকশ’ নাগরিক বন্দি রয়েছেন।
এর আগে, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আইজাজ চৌধুরী বলেন, ‘কূটনৈতিক ও সামরিক উভয় পন্থায়ই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ’
তিনি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দু’দেশের প্রধানমন্ত্রীদ্বয় বৈঠক করতে পারেন। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ওই বৈঠকটি কার্যকর অবদান রাখতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন আইজাজ।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
এইচএ/আরকে