ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আগরতলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব রোববার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, আগস্ট ১৭, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব।

রোববার বিকেলে আগরতলার নজরুল কলাক্ষেত্রে উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এ উৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে বিশিষ্টজনরা এসেছেন রাজ্যে।

১৫ আগস্ট ছিল বাংলাদেশের শোক দিবস। শোক দিবস উপলক্ষেই আয়োজন করা হচ্ছে এ চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী।

১৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব হবে রাজ্যের তিনটি জায়গায়। রাজধানী আগরতলা ছাড়াও উৎসব হবে বিশালগড় এবং মেলাঘরে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ছাড়াও থাকছে আলোকচিত্র প্রদর্শনী। উৎসবে যে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘ইতিহাস কথা কয়’।

যেসব চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে তার মধ্যে রয়েছে- প্রামাণ্য চিত্র ১৯৭১, গেরিলা, কারিগর, স্পার্টাকাস ৭১, শ্যামলছায়া, আমার বন্ধু রাশেদ, পলাশী থেকে ধানমণ্ডি, পিতা, জয়যাত্রা, হাঙর নদী গ্রেনেড প্রভৃতি।

তের দিনের এ অনুষ্ঠানটি হবে তিনটি ধাপে। প্রথম ধাপে ১৮ থেকে ২৩ আগস্ট হবে আগরতলায়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে হবে চলচ্চিত্র প্রদর্শনী। ২৫ থেকে ২৮ আগস্ট দ্বিতীয় ধাপে উৎসব আয়োজিত হবে মেলাঘর টাউন হলে। তৃতীয় ও শেষ ধাপে উৎসব হবে বিশালগড়ে। সেখানে উৎসব চলবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

এ উৎসবকে সফল করে তুলতে ইতোমধ্যে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। ত্রিপুরায় উৎসবের উদ্যোক্তা ‘দেশ একটি সম্মিলিত উচ্চারণ’ নামক একটি সংগঠন। তাদের সাহায্য করবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
টিএনসি/এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।