ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাদারহুড নেতা বদিই’র ছেলে আম্মর নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, আগস্ট ১৭, ২০১৩
ব্রাদারহুড নেতা বদিই’র ছেলে আম্মর নিহত

ঢাকা: সেনা সমর্থিত মিশরীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে ডাকা ‘ক্রোধের দিনে’ মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বদিইর ছেলে আম্মর বদিই (৩৮) নিহত হয়েছেন। মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এ তথ্য জানিয়েছে।



রামসেস স্কয়ারে বিক্ষোভ করার সময় বুলেটবিদ্ধ হয়ে আম্মর নিহত হন। ব্রাদারহুডের ফেইসবুক পেইজ থেকে এ তথ্য জানানো হয়।

সহিংসতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অপরাধে আগস্টের ২৫ তারিখ থেকে ব্রাদারহুড নেতা মোহাম্মদ বদিই আদালতে বিচারাধীন ছিলেন। এর আগে গত বুধবার নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় মুসলিম ব্রাদারহুডের আরেক প্রধান নেতা মোহাম্মদ এল বেলতাগির মেয়ে আসমা এল বেলতাগি (১৭) নিহত হন।

মিশরের স্থানীয় এক সম্প্রচার মাধ্যমে শনিবার ব্রাদারহুডের আরেক নেতা হাসান মালেকের ছেলে গ্রেফতারের সংবাদ প্রচারিত হয়।

এদিকে পুলিশ ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির আরেক গুরুত্বপূর্ণ নেতা গামাল হেশমাতকে আটক করে রাখে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩/আপডেটেড: ১৯৪০ ঘণ্টা
সম্পাদনা: কেএইচকিউ/আরকে/ eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।