ঢাকা: শুক্রবার মিশরে মুরসিপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৭৩ জন নিহত হয়েছে। এসময় গ্রেফতার হয়েছে সহস্রাধিক।
এর আগে বুধবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের কায়রো থেকে সরিয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারায় প্রায় সাতশ মানুষ।
এই নিয়ে মাত্র দিনের ব্যবধানে মিশরে শুধুমাত্র সরকারি হিসেবে প্রাণ হারায় আট শতাধিক মানুষ।
এদিকে আজও নিরাপত্তাহীনতার মধ্যে কায়রোতে মুরসিপন্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সর্বশেষ খবরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কায়রোয় একটি মসজিদে জড়ো হওয়া মুরসির দল ব্রাদারহুডের সমর্থকদের উপর ঘিরে রেখে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: কেএইচ/এসআরএস