ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে শুক্রবারের সহিংসতায় নিহত ১৭৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, আগস্ট ১৭, ২০১৩
মিশরে শুক্রবারের সহিংসতায় নিহত ১৭৩

ঢাকা: শুক্রবার মিশরে মুরসিপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৭৩ জন নিহত হয়েছে। এসময় গ্রেফতার হয়েছে সহস্রাধিক।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন তাদের ব্রেকিং নিউজে শনিবার এই সংখ্যা প্রকাশ করে।

এর আগে বুধবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের কায়রো থেকে সরিয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারায় প্রায় সাতশ মানুষ।

এই নিয়ে মাত্র দিনের ব্যবধানে মিশরে শুধুমাত্র সরকারি হিসেবে প্রাণ হারায় আট শতাধিক মানুষ।

এদিকে আজও নিরাপত্তাহীনতার মধ্যে কায়রোতে মুরসিপন্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।   সর্বশেষ খবরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কায়রোয় একটি মসজিদে জড়ো হওয়া মুরসির দল ব্রাদারহুডের সমর্থকদের উপর ঘিরে রেখে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।