ঢাকা: দক্ষিণ ইয়েমেনে বিয়ের অনুষ্ঠান শেষে ফিরতে গিয়ে মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট উপত্যকা প্লাবিত বন্যায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। নিখোঁজ় রয়েছে ৪১ জনেরও বেশি।
বন্যায় ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই নারী ও শিশু। তারা তিনটি গাড়িতে করে তাইজ ও ইব প্রদেশের মধ্যবর্তী উপত্যকা বাদি নাখলায় বরের নতুন বাড়ি যাচ্ছিল। দুর্ঘটনায় বর বেঁচে থাকলেও, তার সাথে থাকা বরযাত্রীদের অনেকেই বন্যার পানিতে ভেসে গিয়েছেন। শারাব জেলা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে সন্ধান চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে।
ইয়েমেনে মৌসুমি বৃষ্টির ফলে প্লাবিত বন্যায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে।
গত দু’দিন আগেও ইয়েমেনে বন্যায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: কেএইচকিউ/আরকে/eic@banglanews24.com