ঢাকা: পশ্চিম আফগানিস্তানে একটি ক্যাম্পে বিদ্রোহিদের হামলায় ৯ নির্মাণ শ্রমিকসহ এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার এ হামলার ঘটনা ঘটে।
নির্মাণ শ্রমিকেরা হেরাত প্রদেশে বিদেশি অনুদানের একটি সড়ক ভবনে কাজ করছিলেন।
পুলিশ জানায়, তালেবান জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে ওই ক্যাম্পে হামলা চায়। অত্যাধুনিক অস্ত্রের মধ্যে রকেট চালিত বন্দুকও ছিল।
হেলমান্দ প্রদেশে আরেকটি পৃথক হামলায় রাস্তার পাশে একটি বোমা বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে।
ন্যাটোর ২০১৪ সালে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের পর এ ধরনের সহিংসতার ঘটনা বেড়ে গিয়েছে।
প্রদেশ পুলিশের মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, শনিবার ভোরের তারা যখন ঘুমিয়েছিল তখন ক্যাম্পে হামলা চালানো হয়।
কোন দলই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
অন্যদিকে দক্ষিণ হেলমান্দের মারজাহ জেলায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: কেএইচকিউ/আরআইএস-eic@banglanews24.com