ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাওয়াহিরির ভাই মিশরে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
জাওয়াহিরির ভাই মিশরে গ্রেফতার

ঢাকা: মিশরের নিরাপত্তা বাহিনী আল-কায়েদা শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরির ভাই মোহাম্মদ আল-জাওয়ারিকে গ্রেফতার করেছে।

শনিবার মিশরের রাজধানী কায়রোর গিজা অঞ্চলের একটি চেকপোষ্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।



মোহাম্মদ আল জাওয়াহিরি ‘জিহাদি সালাফিস্ট’ নামে একটি অতিরক্ষণশীল দলের নেতা। ‘জিহাদি সালাফিস্ট’ মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জোটবদ্ধ।

৩ জুলাই সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন মোহাম্মদ মুরসি। এরপর মুরসির সমর্থকরা তাকে পুনর্বহালের দাবিতে কায়রোয় বিক্ষোভ দেখাচ্ছে।

এদিকে মোহাম্মদ আল জাওয়াহিরির ভাই আইমান আল জাওয়াহিরি ৯/১১ এবং ৭/৭ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২০০৫ সালে লন্ডনে গাড়িতে হামলা করে ৫২ ব্যক্তিকে হত্যা করার অভিযোগ রয়েছে।

লাদেন পতনের পর তিনিই আল- কায়েদার পরিচালনা করছেন বলে যুক্তরাষ্ট্র জানায়।

যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ হটলিস্টেও তার নাম রয়েছে। তার মাথার জন্য ১৫ মিলিয়ন পাউন্ড পুরস্কার ঘোষণা করে ওবামা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
সম্পাদনা: কেএইচ/ জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।