ঢাকা: প্রতিবেদনের ছবিটি দেখেই অনেকের গা গিজ-গিজ করার কথা। কিন্তু যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত প্রসিদ্ধ রেস্তোরাঁ ‘পেস্টোরান্ট’ পোকামাকড় দিয়ে তৈরি করে ঠিক এ রকম ফাস্টফুডই বিলাচ্ছে ভোজন রসিকদের মাঝে।
৮৫ বছরের প্রাচীন এই রেস্তোরাঁটি অনেক মুখরোচক খাবার তৈরি করে বিশ্বজোড়া খ্যাতি কুড়িয়েছে। পোকামাকড় দিয়ে তৈরি করে ফাস্টফুড বিক্রি করার চেষ্টা কি তাহলে নিজের পায়েই কুড়াল মারা নয়?
কিন্তু পেস্টোরান্টের সামনে ভোজন রসিকদের লাইনের চিত্র বলছে ভিন্ন কথা। প্রথমে অনেকেই একটু নাক সিঁটকালেও স্বাদ পরীক্ষা করে দেখতেই কী দিয়ে তৈরি করা হয়েছে সে প্রশ্ন হাওয়া হয়ে যায়।
পেস্টোরান্ট কর্তৃপক্ষ বলছে, কী দিয়ে তৈরি হচ্ছে এই বিষয়টাকে মন থেকে সরিয়ে ফেলতে পারলে খাবারগুলো যে এত লোভনীয় হয়ে উঠতে পারে তা ভাবতে পারবে না কেউ।
সে হিসেবে এবার থেকে বার্গার, স্যান্ডউইচ, পিত্জার জায়গায় ব্রিটিশ ব্রেকফাস্টের মেন্যুতে উঠে আসতেই পারে পিঁপড়ে, ফড়িং কিংবা কোনও বিদঘুটে পোকার তৈরি মুচমুচে তেলেভাজা অথবা বার্গার- স্যান্ডউইচের সঙ্গে মুচমুচে তেলেভাজা কোনো পোকার সংমিশ্রণে তৈরি নতুন কোনো নাস্তা!
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৩
এইচএ/জেসিকে