ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রোববার মার্কিন দূতাবাস বন্ধ থাকছে মিশরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, আগস্ট ১৮, ২০১৩
রোববার মার্কিন দূতাবাস বন্ধ থাকছে মিশরে

ঢাকা: নিরাপত্তাজনিত ‍কারণে রোববার কায়রোয় নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘দূতাবাসের আশপাশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

অতএব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসে না আসার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। ’

বিবৃতিতে, বিক্ষোভ-সমাবেশস্থল অথবা জন‍াকীর্ণ এলাকা এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়।

এর আগে মিশরীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানির ঘটনায় বুধবার ও বৃহস্পতিবারও কায়রো দূতাবাস বন্ধ রাখে মার্কিন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে  মিশরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

দেশটির সরকারি হিসেব মতেই এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় নয়শ’ ছাড়িয়ে গেছে। এছাড়া অনেক সরকারি কার্যালয় আগুনে ভস্মিভূত হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।