ঢাকা: নিরাপত্তাজনিত কারণে রোববার কায়রোয় নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘দূতাবাসের আশপাশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।
বিবৃতিতে, বিক্ষোভ-সমাবেশস্থল অথবা জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়।
এর আগে মিশরীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানির ঘটনায় বুধবার ও বৃহস্পতিবারও কায়রো দূতাবাস বন্ধ রাখে মার্কিন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে মিশরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।
দেশটির সরকারি হিসেব মতেই এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় নয়শ’ ছাড়িয়ে গেছে। এছাড়া অনেক সরকারি কার্যালয় আগুনে ভস্মিভূত হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
এইচএ/আরআইএস