ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় বাস ধর্মঘট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
কলকাতায় বাস ধর্মঘট স্থগিত

কলকাতা: কলকাতায় আপাতত বাস ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাসমালিক সংগঠনগুলি। সংগঠনের নেতারা পরিবহনমন্ত্রী মদন মিত্রর সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।



তবে সংগঠনের তরফে দাবি করা হয়েছে, সরকার বাস ভাড়া বাড়ানোর আশ্বাস দিয়েছে। ১৯ ও ২০ আগস্ট বাস ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনগুলি। পরীক্ষার কথা মাথায় রেখে ২ সপ্তাহের জন্য ধর্মঘটে যাবে না বলে জানিয়েছেন তাঁরা।

রোববার পরিবহনমন্ত্রী মদন মিত্রর সঙ্গে বৈঠকের পর বাসমালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, সমস্যা সমাধানের রাস্তা বেড়িয়েছে। ভাড়া বাড়াতে হবে, মানছে সরকার। এ দিন সরকারের কাছে দ্রুত ভাড়াবৃদ্ধির দাবি জানান তাঁরা। আগামী ২ সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মন্ত্রণালয়ের তরফে আশ্বস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৩
ভিএস/সম্পাদনা: এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।